প্রকাশিত: Mon, Dec 12, 2022 5:29 PM
আপডেট: Tue, Apr 29, 2025 11:16 PM

বুয়েট ছাত্র ফারদিন হত্যা মামলার প্রতিবেদন দাখিলের সময় পেছালো

জেরিন আহমেদ: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ১৫ জানুয়ারি ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন। এদিন মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক মজিবুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি। 

তাই বিচারক প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন। গত ৪ নভেম্বর রাতে রাজধানীর রামপুরা এলাকায় বান্ধবী বুশরাকে বাসায় যাওয়ার জন্য এগিয়ে দেন ফারদিন। এরপর থেকেই নিখোঁজ হন ফারদিন। ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ পায় পুলিশ। সম্পাদনা: সালেহ্ বিপ্লব